বিএনপির সাথে সংলাপ নাই : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচন এই সরকারের অধীনে সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে বিএনপির সাথে সংলাপও নাই, কোনো দাবিরও প্রশ্ন উঠে না।’
আজ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সমাবেশে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন যে নিরপেক্ষ হয়েছে তা সিলেটের ভোট দেখলেই তো বোঝা যায়। মাত্র চার হাজার ৬০০ ভোট আরিফ বেশি পেয়েছে। ইচ্ছে করলে দু-তিনটি কেন্দ্র দখল করলেই তো হয়ে যেত। আমরা তা করি নাই।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির জীবনে ভুল, পাঁচটি সিটি নির্বাচনে জিতেছিল ২০১৩ সালে। কিন্তু জাতীয় নির্বাচন ২০১৪ সালে করে নাই। ওই যে ভুল করেছে ওই ভুল থেকে এখনো উঠে আসতে পারে নাই। আবার যদি নির্বাচন না করে বিএনপি নামক একটি দলের অস্তিত্ব খুঁজে পাবেন না, যেমন মওলানা ভাসানীর দলের এখন কোনো খোঁজ নাই। কারণ ৭০-এ মওলানা ভাসানী সাহেব ইলেকশন করেন নাই।’
তোফায়েল আহমেদ আরো বলেন, ‘দুজন শিক্ষার্থী মারা গেছে তাতে প্রধানমন্ত্রীসহ সবাই আমরা শোকাহত। কিন্তু বিএনপি এটা নিয়েও রাজনীতি করতে চায়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনে বিএনপি হেরেছে কারণ বরিশালে বিএনপি প্রার্থী কোনো কাজই করেনি। রাজশাহীর বুলবুল সাতটি কারণে হেরেছে যা পত্রিকায় ওঠেছে। দলের লোক তাকে সমর্থন করে নাই।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বের সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এর আগে বাণিজ্যমন্ত্রী চরফ্যাশনে প্রায় ১১ কোটি টাকা ব্যয় নবনির্মিত বাস টারমিনালের উদ্বোধন করেন।