জুনিয়র ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্র্যাক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশে সেবাদানকারী বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক। জুনিয়র ট্রেইনি অফিসার-মাইক্রোফাইন্যান্স পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তবে তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না। সিজিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে বেতন পাবেন ২২ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া পদের নাম উল্লেখ করে মেইলের মাধ্যমে (resume@brac.net) আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৩১ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন
সূত্র : বিডিজবস ডটকম