বইমেলায় আসছে শানুর দুই বই
এবারও অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে অভিনেত্রী শানারেই দেবী শানুর বই। নতুন দুটি বই লিখেছেন এই অভিনেত্রী।
একটি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং উপন্যাস ‘একলা আকাশ’। বইমেলায় অনন্যা প্রকাশনীতে ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং তাম্রলিপি প্রকাশনায় ‘একলা আকাশ’ বইটি পাওয়া যাবে।
নিজের অনুভূতি প্রকাশ করে শানারেই দেবী শানু বলেন, ‘শব্দপ্রেমী মানুষগুলোর মিলনমেলা বসবে আজ থেকে মেলা প্রাঙ্গণে। আজ থেকে একুশে বইমেলা শুরু, যার জন্য এত প্রতীক্ষা। লেখক হিসেবে যেখানে ভালোবাসায় ছুটে চলা শব্দের প্রেমে, আহা! মাঝেমধ্যে মনে হয়, বইমেলার অপেক্ষায় বেঁচে থাকে লেখক হৃদয়। এই অপেক্ষাটা প্রতিবছর বেঁচে থাক, আমৃত্যু।’
২০১৭ সালে শানুর প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। গত বছর তাঁর তিনটি বই প্রকাশ হয়। বইগুলো হলো ‘এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’।