শিশুদের উচ্ছ্বাসে সরব শিশুপ্রহর
জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এ সময়ে শিশুদের কোলাহলে সরব ছিল বইমেলা। বেশিরভাগ শিশু রঙিন গল্পের বই কিনেছে।
শিশু চত্বরে প্রকাশনাগুলোতে ছিল উপচেপড়া ভিড়। চিলড্রেন বুক কালেকশন প্রকাশনায় গিয়ে দেখা যায়, সেখানে ভালো বিক্রি হচ্ছে আহসান হাবীবের ‘গোয়েন্দা আংকেল’, আনিসুল হকের লেখা বই ‘গুড্ডুবুড়ার নতুন বোকামি তারপর’ ও ‘গুড্ডু বুড়ার মজার গল্প’। প্রকাশক রতন কুমার দাস বলেন, ‘আমরা সব সময় রঙিন বইয়ের প্রতি গুরুত্ব দিই বেশি। কারণ, শিশুদের রঙিন ছবির বই বেশি প্রিয়। এবার গল্পের বই আমাদের এখানে বেশি কিনছে ক্রেতারা। শুক্র ও শনিবার শিশুপ্রহরে ভালো বিক্রি হয়।’
মেলায় আড়াই বছরের শিশুদের হাতেও বই দেখা যায়। জারিফ নামের আড়াই বছরের এক শিশু তাঁর মা সাদিয়া আফরোজের সঙ্গে মেলায় এসেছে। সাদিয়া আফরোজ ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি বলেন, ‘সহজ ভাষার বেশ কিছু বই কিনেছি জারিফের জন্য। আমি নিজেই জারিফকে গল্প পড়ে শোনাই।’
মেলা ঘুরে শুধু শিশু পাঠকই নয়,ম পাওয়া যায় এক খুদে লেখকের দেখা। তার নাম অলীন বাসার। পঞ্চম শ্রেণিতে পড়ে। ছয় বছরের এই শিশু লিখেছে বেশ কিছু বই। মেলায় এবার প্রকাশ হয়েছে তার লেখা ‘অন্ধকারে ভূতের ছায়া’ ও ‘বিড়াল পণ্ডিত’। প্রকাশ করেছে ঘাস ফড়িং। খুব কম বয়সে ঈশপ, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ও সুকুমার রায়ের গল্প পড়েছে অলীন। একসময় নিজেই লিখতে শুরু করে নতুন নতুন গল্প।
বাবার সঙ্গে মেলায় দেখা যায় ছোট্ট সুবাহকে। পড়ে ক্লাস থ্রিতে। ছবি আঁকার বই পছন্দ সুবাহর। সে বলে, ‘আমি আঁকতে ভালোবাসি। তাই ছবি আঁকার বই কিনেছি। এ ছাড়া রঙিন গল্পের বইও বাবা কিনে দিয়েছেন।’
রাইসা নামের এক শিশু পাঠক মাছ খেতে ভীষণ ভালোবাসে বলে জানায়। মেলা থেকে তাই কাজল শরিফের ‘চাঁদা মাছের সেলফি তোলা’ বইটি কেনে রাইসা। বইটি হাতে নিয়ে সে বলে, ‘আমিও বাসায় গিয়ে মাছের সঙ্গে সেলফি তুলব।’
বাবুই প্রকাশনীতে এসেছে লুৎফর রহমান রিটনের ছড়ার বই ‘নাই মামা কানা মামা'। প্রকাশক কাদের বাবু বলেন, ‘বাংলা ছড়াসাহিত্যের কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্র লুৎফর রহমান রিটন। এবার মেলায় এসেছে হাশেম খানের প্রচ্ছদ ও অলংকরণে রিটন ভাইয়ের একমাত্র ছড়ার বই 'নাই মামা কানা মামা'। বইটি ১৯৯৩ সালে প্রকাশের পর দীর্ঘদিন বই বাজারে ছিল না। বাবুই তা নিয়ে এলো। কৃতজ্ঞতা প্রিয় ছড়াকার রিটন ভাই ও হাশেম খানকে। আশা করি, বর্তমান প্রজন্মের পাঠকের পাশাপাশি সবার ভালো লাগবে বইটি।‘
কাদের বাবু জানান, তাঁর প্রকাশনায় রণজিৎ সরকারের ‘পরির সাথে দেশ ঘুরি’, লুৎফর নাহার স্মৃতির ‘এত আনন্দ রাখব কোথায়’, তাজনিন মেরিন লোপার ‘ডাইনির ফলবাগান’সহ আরো বেশ কিছু বই ভালো বিক্রি হচ্ছে।
মেলায় চার বছরের এক পথশিশুকেও দেখা যায়। তাঁর গায়ে টি-শার্টে লেখা ছিল ‘আমার গল্পগুলো কেন আপনার বইয়ের পাতায় আসে না?’ শিশুপ্রহরে এই পথশিশুটি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই দেখছিল উল্টেপাল্টে।
সব বয়সী শিশুর আনন্দে মুখর আজ বইমেলা। ছুটির দিন হিসেবে মেলা আজ শুরু হয়েছে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।