ময়মনসিংহ, শেরপুরে নিয়োগ দেবে ডেমক্রেসিওয়াচ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেমক্রেসিওয়াচ। প্রতিষ্ঠানটিতে প্রজেক্টভিত্তিক চুক্তিভিত্তিক পদ ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ফিল্ড অফিসার
পদসংখ্যা
এই পদে সর্বমোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা
প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীর বয়স ২৭ থেকে ৩৫ বছর হতে হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডভোকেসি, কম্পিউটারে দক্ষতাসহ, ডাটা কনভারসেশনে সক্ষমতা থাকতে হবে। সিএলএস/জেএফএ প্রোগ্রামে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
প্রার্থীর ময়মনসিংহ, শেরপুরে কাজ করা মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
১৪০০০-১৬০০০ টাকা
কোম্পানির সুযোগ-সুবিধাদি
টি/এ, মোবাইলসহ বছরের দুটি উৎসব-ভাতা থাকবে।
আবেদনের প্রক্রিয়া
নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন dwatch.hr@gmail.com
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন
সূত্র : বিডিজবস