কক্সবাজারে নিয়োগ দেবে ব্র্যাক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। সংস্থাটি ওয়াটার কোয়ালিটি অফিসার/মাইক্রোবায়োলজিস্ট পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ওয়াটার কোয়ালিটি অফিসার/মাইক্রোবায়োলজিস্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি/জৈব রসায়ন/রসায়ন অথবা প্রাসঙ্গিক বিষয়ে বিএসসি পাস হতে হবে। স্নাতকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্টে জ্ঞান এবং যোগাযোগ এবং সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে। দক্ষনির্বাচিত প্রার্থীদের কক্সবাজারে হেড অফিসে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারেন (resume@brac.net) এই ঠিকানায়। অথবা চাইলে বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস