দিনাজপুরে নিয়োগ দেবে গ্রাম বিকাশ কেন্দ্র
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে সিনিয়র ম্যানেজার-অডিট অ্যান্ড কমপ্লায়েন্স পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র ম্যানেজার-অডিট অ্যান্ড কমপ্লায়েন্স
যোগ্যতা
প্রার্থীকে হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর সর্বনিম্ন আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
রিজিওনাল/জাতীয় পর্যায়ে এনজিওতে অডিট বিভাগে ন্যূনতম আট বছরের এবং ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পে অডিট কার্য পরিচালনা, আন্তর্জাতিক হিসাব রক্ষণ বিধি বিধান,বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার, রিপোর্টিং, সরকারি সংশ্লিষ্ট আইন/বিধিমালা, ভ্যাট, আয়করের বিষয়ে সামগ্রিক ধারণাসহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল প্রোগ্রাম, ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কর্মস্থল
দিনাজপুর
বেতন
বেতন কাঠামো : গ্রেড-৮ অনুযায়ী ৬৫,৭০০/-টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতনভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
শিক্ষানবিশকাল তিন-ছয় মাস এবং শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, মোটরসাইকেল জ্বালানি, মোবাইল ও ইন্টারনেটভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
নিয়ম ও শর্তাবলী : পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত,সব সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ বরাবর কেবল ডাক/কুরিয়ার যোগে আগামী ০৮/০৮/২০১৯ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় আহ্বান করা হবে। খামের উপর সাবজেক্ট লাইনে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। উপযুক্ত প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা ৮ আগস্ট, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস