জামালপুর জেলা আ. লীগের সভাপতি বাকী বিল্লাহ, সা. সম্পাদক ফারুক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট বাকী বিল্লাহকে সভাপতি ও ফারুক আহম্মেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, হুইপ আতিকুর রহমান আতিক, সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় নেতা ড. বদিউজ্জামান ডাবলু, অসীম কুমার উকিল, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।