টেকনাফে সাত মানবপাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সাত মানবপাচাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে গতকাল সোমবার রাত ১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৬), জাফর আলম (২৭), নজির আহমদ (৩৫), জহির আহমদ (৬০), বদি আলম (২৩), মোহাম্মদ ফরিদ (৫২) ও জাফর আলম (৫২)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কালামের নেতৃত্বে একদল পুলিশ শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সাত মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা শাহপরীর দ্বীপে আত্মগোপন করে ছিলেন।
ওসি আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।