গোপালগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় শিপ্রা রানী বাইন (৩০) হত্যা মামলার পলাতক আসামি বাঁধন বাইনকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শিপ্রা রানী বাঁধনের সৎমা।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার একটি বাসা থেকে বাঁধনকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন মোল্লা এনটিভি অনলাইনকে জানান, হত্যার পর বাঁধন পালিয়ে ভারতে চলে যায়। সে গোপালগঞ্জে ফিরে আসার খবর পায় মামলার বাদী ও এলাকাবাসী। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহায়তায় বাঁধনকে গ্রেপ্তার করে।
গত বছরের ১২ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের সচিব ব্রজেন্দ্রনাথ বাইনের স্ত্রী শিপ্রা রানী বাইনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সৎছেলে বাঁধন বাইন। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপ্রা।