ফোন পেয়ে বের হয়ে স্কুলছাত্র লাশ
গোপালগঞ্জে মিনহাজ কাজী নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের তেঘরিয়া এলাকা থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে।
নিহত মিনহাজ গোপালগঞ্জ জেলা শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত স্কুলছাত্রের বাবা সাহেব আলী কাজী জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে মিনহাজের কাছে একটি ফোন এলে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। অনেক রাতেও সে বাড়ি ফিরে না এলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি নির্মাণাধীন মেডিকেল কলেজের পাশে ঢিপির ওপর থেকে তার গলা কাটা লাশ দেখতে মেজো ভাই মহিউদ্দিন কাজী দিনার।
এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা কাটা ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।