দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগে দুর্বলতা আছে : ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘দেশের দুর্নীতি প্রতিরোধে আইন আছে কিন্তু আইন প্রয়োগে রয়েছে দুর্বলতা।’ তিনি বলেন, ‘দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
আজ রোববার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকারকে নির্বাচনী অঙ্গীকারের যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং দল ও মতের ঊর্ধ্বে উঠে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘দুর্নীতিকে রুখতে হলে সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া দুর্ণীতির বিরুদ্ধে যারা সাক্ষ্য দিবেন তাঁদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। উপস্থিত সুধীজনের এক প্রশ্নে জবাবে তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বড় বড় দুর্নীতির বিষয়ে একটি প্রতিবেদন টিআইবি প্রকাশ করবে।
ইফতেখারুজ্জামান আরো বলেন, ‘দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনে নিজদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কার্যকর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সরকারের সেবামূলক কাজগুলো যাতে জনগণের কাজে আসে সেজন্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব উদ্যোগ নিতে হবে এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।’ দেশের মেধাবী তরুণরা যেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতি এ এ কে মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম প্রমুখ।