এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ‘গণধর্ষণ’
সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাস থেকে ওই তরুণী ও তাঁর স্বামীকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ।
জানা গেছে, স্বামীকে নিয়ে ঘুরতে গতকাল সন্ধ্যায় এমসি কলেজে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে পাঁচ থেকে ছয়জন তাঁদের জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, ওই দম্পতি কী জন্য ছাত্রাবাসে ঢুকেছিলেন, সেটি জানার চেষ্টা চলছে। তাঁদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, ‘শুনেছি কারা স্বামী-স্ত্রীকে হোস্টেলে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।’ তবে এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি জামাল উদ্দিন।
এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে যতটুকু জেনেছি, স্বামী-স্ত্রীকে হোস্টেলে আটক করে রাখা হয়।’