গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থেকে চন্দনা বর্মণ (১৩) নামের এই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চন্দনা জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মণপাড়া) গ্রামের মৃত নন্দন বর্মণের মেয়ে। তিনি চার বছর ধরে কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করত।
পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করত চন্দনা। শনিবার দুপুরে হঠাৎ ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে নিচে চলে আসে সে। কিছুক্ষণ পরই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সুরতহাল করার সময় তার শরীরে একটি ক্ষতের চিহ্ন পায়। এতে প্রথমে কিছুটা সন্দেহ হয়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এটি হত্যা নাকি আত্মহত্যা।
তবে, নিহতের স্বজনদের অভিযোগ, চন্দনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানো হয়েছে।
জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, আজ সকালে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।