সুন্দরবনে ‘ভারতীয় জলদস্যুদের গুলিতে’ জেলে নিহত
বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
নিহত জেলের নাম মোঃ. মুছা। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হারুন মিয়ার ছেলে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ শিকার শেষে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উপকূলে ফিরছিল ‘এফ বি বাবুল’ নামের একটি ট্রলার। এ সময় ভারতীয় একটি ট্রলারে থাকা ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে এফ বি বাবুল ট্রলারের সবকিছু লুট করে নেয়। এ সময় জেলে মুছা জলদস্যুদের বাধা দিলে জলদস্যুরা মুছাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মুছার। এ ছাড়া অন্য জেলেদের বেদম মারধর করে জলদস্যুরা।
এ বিষয়ে কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।