এনটিভি নিরপেক্ষ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন : অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে অন্যতম প্রধান এনটিভি। জনপ্রিয় এ চ্যানেলটি ভালো লাগার কারণ এনটিভি নিরপেক্ষ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন। এনটিভির কর্মীরাও সময়ের চেয়ে অনেক বেশি অগ্রগামী।
এনটিভিতে তরুণদের নিয়ে আরও বেশি অনুষ্ঠান হওয়া উচিত। শিক্ষা, জ্ঞান ও বিনোদনমূলক অনুষ্ঠান বেশি হওয়া উচিত, যাতে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও সাহিত্য নিয়ে তরুণরা আলোচনা করতে পারে।
এ ছাড়া এনটিভিতে রাজনীতি ও সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আরও বিস্তৃত আলোচনা হওয়া উচিত। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির জন্য রইল আমাদের শুভকামনা।
এনটিভির কাছে আমার প্রত্যাশা, আগামী দিনের গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে এনটিভি এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
লেখক : উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।