ইউএস-বাংলার ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট উদ্বোধন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার কুয়ালালামপুরে হোটেল রেনেসাঁয় এই সেবার উদ্বোধন করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল মামুন।
সামিয়া আফরিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য সচিব ধনঞ্জয় কুমার দাস, ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস শফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে মামুন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়ার রেকর্ড ৯৭ দশমিক ৮ শতাংশ। সম্প্রতি নতুন নতুন আরো কিছু সেবা চালু হয়েছে। নতুন সেবাগুলোর মধ্যে বিজনেস ক্লাসের যাত্রীদের দেওয়া হচ্ছে বাড়ি থেকে পিকআপ সার্ভিস, যা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে এত দিন দিয়ে আসছিল এমিরেটস। এ ছাড়া লাগেজ অন বেল্ট সার্ভিসের মাধ্যমে মাত্র ১০ মিনিটেই লাগেজ পাওয়া যাচ্ছে। থাকছে স্বয়ংক্রিয় ডিপার্চার কার্ড। ৬৫ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিক টিকেটে ২০ শতাংশ ছাড় পাচ্ছেন।
১ মার্চ থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা।
২০১৪ সালে মাত্র দুটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও কাঠমান্ডু, মাসকট, কলকাতা, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।