আ. লীগ নেতারা পালাতে শুরু করেছেন : মিলন

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘দেশ থেকে আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে পালাতে শুরু করেছেন।’ এরই অংশ হিসেবে তাঁদের (আওয়ামী লীগ নেতারা) সন্তানদের আগেই মালয়েশিয়া পাঠিয়ে দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন এহসানুল হক মিলন। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ও সেরডাং বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের আড়াই হাজারের বেশি নেতা মালয়েশিয়ায় সেকেন্ডহোম বানিয়েছেন বলে জানিয়েছেন এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘নেতাদের অবৈধ টাকায় পড়াশুনা করা সন্তানদের অনেকেই গাঁজা ও মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়ে মালয়েশিয়ার কারাগারে আছেন।’
এহসানুল হক বলেন, ‘যেভাবে নেতারা লুটের টাকা নিয়ে পালাচ্ছে তাতে আগামী নির্বাচনে মনোনয়ন ঘোষণার দিন আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না।’
হারুন অর রশিদ বাবুলের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও গবেষক মোহাম্মাদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন লিটন, সেরডাং শাখা বিএনপি নেতা আব্দুল মান্নান, গবেষক মোহাম্মাদ আহাদউদ্দিন, ড. সোহেল মাসুদ, আব্দুল মঈন, সিরাজ, সাব্বির, শাহ আহমেদ রেজা, তালেব মোল্লা, নাসির মোল্লা, মোহাম্মাদ মোশাররফ হোসাইন মোল্লা, দেলোয়ার হোসাইন, কাজী মাহফুজুর রহমান, মোতাহার হোসাইন, এসএম শাহাদাৎ হোসাইন প্রমুখ।