ভার্জিনিয়ায় বাংলা নাটকের প্রদর্শনী, অর্থ ব্যয় হবে বন্যাদুর্গতদের জন্য

আগামী শনিবার ও রোববার ভার্জিনিয়ার আনানডেলের নোভা কমিউনিটি ক্লেজের আর্নেস্ট কালচারাল সেন্টারের হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক (বাই) নিবেদিত নাটক ‘পালকি’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শনিবার এবং রোববারে মোট চারবার ‘পালকি’র নাটকের প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। শনিবার বিকেল ৫টায় ও রাত ৮টায় এবং রোববার অপরাহ্ন ৩টায় ও সন্ধ্যা ৬টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আইটি প্রতিষ্ঠান পিপল এন টেক নাটকটির স্পন্সর করছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর পালকি নাটকটি গ্রেটার ওয়াশিংটনের প্রবাসীদের প্রাণে স্পন্দন জাগাতে চায়। বাই পরিবেশিত নাটকটি বাংলাদেশে চলমান বন্যাদুর্গত মানুষের জন্য কাজ করবে। নাটকটি থেকে অর্জিত আয়ের একটি অংশ দেশের বন্যাদুর্গত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। ‘ঘুড়ি’ ও ‘ঢেউ’ নাটকের দারুণ সাফল্যের পর তাদের তৃতীয় পরিবেশনা ‘পালকি’কে কেন্দ্র করে এরই মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ‘ঘুড়ি’ ও ‘ঢেউ’-এর মতো পালকি নাটকটি মৌলিক গল্পের ওপর নির্মিত। নাটকটি লিখেছেন সফি দেলোয়ার কাজল এবং পরিচালনা করেছেন কামরুল খান লিঙ্কন ও কোরিওগ্রাফ করেছেন রুমা খান।
পালকির কাহিনী চমকপ্রদ এবং রহস্যবৃত। একটি ষোড়শী মেয়ের জীবনরহস্য আর স্বপ্ন ঘিরে গড়ে উঠেছে নাটকটি। এটি না দেখা পর্যন্ত এই রহস্য বোঝা যাবে না। মঞ্চের লাইফ পরিবেশনার সঙ্গে প্রি-কম্পোজকৃত অংশের ফিউশন নাটকটিকে দিচ্ছে নতুন মাত্রা। নাটকটির মঞ্চে নতুন টেকনোলজি ব্যবহারে সহযোগিতা করেছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যার্লিফোনিয়ার লোয়োলা ম্যারিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রীরা।
এ ছাড়া জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়, জেমস ম্যাডিসন বিশ্ববিদ্যালয়, নর্দান ভার্জিনিয়ার কমিউনিটি কলেজ, ম্যারিল্যান্ড এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানা ক্ষেত্রে সহযোগিতা করছে। নাটকটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সামারা এলাহী। শিমুল চরিত্রের রূপদানকারী অদিতি চৌধুরী এবং সঙ্গে সফিকুল ইসলাম, কুলসুম রহমান, প্রণব বড়ুয়া, রমি মাহমুদ, শাহীন জাহাঙ্গীর, তাসিনসহ একঝাঁক তরুণ-তরুণী অভিনয় করছেন।
ছোট-বড় থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত সব ধরনের মানুষ নাটকটি পছন্দ করবে বলে মনে করছেন আয়োজকরা। পালকি এক ষোড়শী কন্যার জীবনগাঁথা। বাংলাদেশের শহরতলিতে হিজলতলী গ্রামের ইছামতি নদীর পাড়ে মাস্টারবাড়ির দুই মেয়ে শিমুল ও পালকি। দুই বোনের জীবনের হাসি-কান্না, আনন্দ বেদনার কাহিনী নিয়ে পালকি নির্মিত। কাহিনী বিন্যাসে ষোড়শী পালকির জীবনের নানা দিক ফুটে উঠেছে। পালকির জীবনের দুরন্তপনা, ছেলেমানুষী, জীবনের কাছে তার চাওয়া-পাওয়া, ভাবনা, স্বপ্ন, সব কিছুই ফুটে উঠেছে। আমরা যেমন এই নাটকের মধ্য দিয়ে পালকির স্বপ্নকে জাগিয়ে তুলেছি, তেমনি এই স্বপ্নের ভেতরে আরেক স্বপ্নের বীজ বপন করেছি। পালকি নাটকে বিস্তৃত হয়েছে আমাদের সম্পর্কের বিষয়গুলো।
আয়োজকরা আশা করছে ‘ঘুড়ি’ ও ‘ঢেউ’-এর পর ‘পালকি’ নাটকও সবাইকে আনন্দিত করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে নাটক প্রযোজনা করা বেশ ব্যয়বহুল। তাই গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশি কমিউনিটির সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। বাই পরিবেশিত নাটক বাংলা সংস্কৃতির বিনোদনের পাশাপাশি একটি তহবিল উন্নয়ন প্রকল্প।
এই নাটকের অর্জিত অর্থ দিয়ে বাংলাদেশের দুঃস্থ জনগোষ্ঠী, গ্রেটার ওয়াশিংটনের এনআরবি এবং মূলধারার দুঃস্থ মানুষের কল্যাণে পরিচালিত প্রকল্পগুলোতে ব্যয় করা হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক (বাই)-এর উদ্যোগে শামিল হওয়ার জন্য ওয়াশিংটন-প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।