বন্যার্তদের জন্য ১০ লাখ টাকা দিল মালয়েশিয়া আ.লীগ

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতারা।
গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই চেক তুলে দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীদের দেশের কল্যাণে কাজ করতে হবে। প্রবাসীদের কারণে আজ দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই বসবাস করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।
শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের কাজ জনগণের সেবা করা। তাই দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করতে হবে। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী।
মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ কিংবা প্রবাসে যেখানেই থাকি না কেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’
প্রধানমন্ত্রীর হাতে বন্যার্তদের জন্য চেক তুলে দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল ও সহসভাপতি দাতু আক্তার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানম।