রিয়াদে শ্যাডোর বৈশাখী মেলা উদযাপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461042294.jpg)
বাংলা বর্ষবরণ উপলক্ষে রিয়াদের বৈশাখী মেলা আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ইভেন্ট অর্গানাইজার শ্যাডো। গত শুক্রবার রিয়াদের আল-নাখিল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের ডিসিএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম সচিব সারোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে প্রবাসীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তৃতা করেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা ক্যাপ্টেন আহাম্মেদ ইমরান।
প্রতিবারের মতো এবারও শ্যাডোর পাশে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দর্শকনন্দিত টিভি চ্যানেল এনটিভি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যাডোর পরিচালক নুরুজ্জামান সুমন, আরিফুর রহমান, কুদ্দুস, তোফায়েল আহম্মেদ, আবিদুর রহমান, আরাফাত দেওয়ান, বিপ্লব দেওয়ান, নাজিম উদ্দিন, আবদুস সালাম কিরণ ও বাকের হোসেন।
হাজারো প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে বৈশাখী মেলা। নাচ, গান, কবিতা, দেশাত্মবোধক বাংলা গানের সময় আনন্দে মেতে ছিলেন প্রবাসীরা। রিয়াদের প্রবাসীদের অন্যতম বড় এই মিলনমেলায় রকমারি খাবারসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যে সাজানো হয় অনেক স্টল। এ ছাড়া বিদেশি পণ্যও দেখা যায় বিভিন্ন স্টলে।
মেলায় মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্য বিপণন প্রতিষ্ঠান টকিও সেটের স্টল ঘিরে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রবাসীদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্যাডো ও এনটিভিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা প্রবাসে দেশের সংস্কৃতি, কৃষ্টি ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় শ্যাডোর ভূমিকার প্রশংসা করেন। শ্রম সচিব সারোয়ার আলম তাঁর বক্তৃতায় শ্যাডোকে প্রবাসে দেশীয় সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।