কুয়েতে জাহারা যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
কুয়েত যুবদলের নেতারা বলেছেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র হত্যার মাতম চলছে এই ধারাবাহিকতা অভ্যাহত থাকলে দেশ সম্পূর্ণ বাকশালে পরিণত হতে আর বেশি সময় লাগবে না।
কুয়েতে আল জাহারা প্রদেশ মহানগর শাখার যুবদল কমিঠি গঠন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় কুয়েত যুবদলের নেতারা এ কথা বলেন। গত শনিবার রাতে আল জাহারা হোটেলে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়েত যুবদল নেতা চাঁন মিয়া হাসানের সভাপতিত্বে এবং নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কুয়েত রাজ্য শাখার সভাপতি মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, মহসিন আল মানিক, আনিসুল হক উল্কা, আনোয়ার হোসেন, শামসুল আলম, জাহারা প্রদেশের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, জাকির, মাসুদ রানা, আসগর আলী, নুরুল আবছার রকি, পারভেজ, খুরশেদ, আলম, হাজি মোহাম্মদ আবুবকর, বেলাল হোসেন জাহারাসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র ফিরে পেতে দেশ-বিদেশে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান করেন।