মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত, আহত ১৫

মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের একটি পার্বত্য অবকাশ কেন্দ্রের কাছে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৭ যাত্রী নিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চালক নিহত ও ১৫ জন আহত হন। বুধবার মালয়েশিয়া সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে উত্তর-দক্ষিণাঞ্চলীয় গেন্টিং হাইল্যান্ড মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।
মালয়েশিয়ায় জনপ্রিয় ইংরেজি অনলাইন পত্রিকা দ্য নিউ স্ট্রেইটস টাইমস প্রকাশিত খবরে জানানো হয়েছে, বাসটি পর্যটকদের নিয়ে পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্র থেকে কুয়ালালামপুরে আসছিল। অর্ধেক পথ নেমেই চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে রাস্তার মধ্যখানে পড়ে যায়। বাসের সবাই চীনের পর্যটক ছিলেন বলে জানান বেন্তং জেলার পুলিশপ্রধান মোহাম্মদ মনসুর।
গেন্টিং পার্বত্য রেসকিউ বিভাগের অন্য এক মুখপাত্র বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি অনাহত ব্যক্তিদের হোটেলে ফিরিয়ে নেওয়া হয়।