আপনার জিজ্ঞাসা
ফিতরা হিসেবে যে কোনো খাদ্য দেওয়া যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২১তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, ফিতরা হিসেবে যে কোনো খাদ্য দেওয়া যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফিতরা হিসেবে যে কোনো খাদ্য দেওয়া যায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জেনেছেন, ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া ভালো। সেক্ষেত্রে আপনি চাল, ডাল, আলু বা যে কোনো খাদ্য দিয়ে দিতে হবে কি না জানতে চেয়েছেন। কিন্তু এক্ষেত্রে বলব যেটা প্রধান খাদ্য সেটা দিয়েই দেওয়াটাই উত্তম। চাল-ডাল, আলু সব মেলাতে হবে না। আপনি চাল, গম বা আটা যে কোনোটি নির্দিষ্ট করে দিতে পারেন। আপনি চাল দিলে আড়াই কেজি করে দিতে পারেন। এ ছাড়া অন্যকিছু দিয়ে দিতে পারবেন কি না এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। অন্যকিছু দেওয়া নিয়ে আলেমরা তেমন মত দেননি। যেটা প্রচলিত প্রধান খাবার সেটা দিয়ে ফিতরা আদায় করাটাই উত্তম।