আপনার জিজ্ঞাসা
রোজায় সুন্নাতের সওয়াব ফরজের মতো—কথাটি কি ঠিক?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৭ম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, রোজায় সুন্নাতের সওয়াব ফরজের মতো—কথাটি কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রোজায় সুন্নাতের সওয়াব ফরজের মতো—কথাটি কি ঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই হাদিসটি একটি বর্ণনাতে এসেছে। কিন্তু এই হাদিস হলো মুনকার। যেটার মানে হলে গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনার বলা কথাটি গ্রহণযোগ্য নয়। তার মানে সুন্নাত আদায় করলে কখনো ফরজের সওয়াব পাওয়া যাবে না। কোনো সুন্নাত ফরজের গ্রেট পায় না। দুটি পরস্পর আলাদা। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ রমজান মাসে সওয়াব আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। সেটা ফরজ হলে ফরজের সওয়াব বাড়বে, আবার সুন্নাত হলে সুন্নাতের সওয়াব বাড়বে। কিন্তু অবশ্যই একটি অপরটি থেকে আলাদা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।