আপনার জিজ্ঞাসা
কোন সময় আতর ব্যবহার করা নিষেধ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৮০তম পর্বে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে আতর ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আতর কখন ব্যবহার করতে হাদিসে নিষেধ করা হয়েছে? এটা কি শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে লাগাতে হয়?
উত্তর : না, নির্দিষ্ট কোনো অঙ্গের বিষয়টি হাদিসে উল্লেখ আসেনি। আবার রাসূল (সা.) আতর ব্যবহার করতে নিষেধ করেছেন—এই মর্মেও কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি।
আতর মূলত সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সুগন্ধি ব্যবহার করা জায়েজ। তবে নারীরা আতর ব্যবহার করবেন না, যখন তাঁরা বাইরে বের হবেন বা লোকসমাগম আছে, এমন জায়গায়, যেমন মার্কেটে যাবেন, তখন তাঁদের আতর ব্যবহার করা হারাম। কারণ, সে ক্ষেত্রে এর মাধ্যমে ফেতনা তৈরি হতে পারে বা অন্যের দৃষ্টি আকর্ষিত হতে পারে। এ কারণে এটি নিষেধ করা হয়েছে।
আর হজের সময় আতর ব্যবহারের কিছু বিধিবিধান আছে। হজের এহরাম বাঁধার পর থেকে আতরসহ সব ধরনের সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এহরামে যতক্ষণ থাকবেন, ততক্ষণ আতর ব্যবহার করা যাবে না।