আপনার জিজ্ঞাসা
শবে কদরে সালাতুল তাজবিহ নামাজ পড়া কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৫তম পর্বে মাসুম একজন জানতে চেয়েছেন, শবে কদরের রাতে সালাতুল তাজবিহর নামাজ পড়া কি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
শবে কদরের রাতে সালাতুল তাজবিহর নামাজ পড়া কি সঠিক? সালাতুল তাসবির নামাজ নিয়ে একটি হাদিস আমরা সবাই কমবেশি জানি। সেটা নিয়েই জানতে চাওয়া।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই নিয়ে আমরা আরও অনেকবার বলেছি। যদি আপনি পূর্বের পর্বগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তালাতুল তাসবির নামাজ নিয়ে যেই হাদিসটি আমরা সবাই জানি সেটা সম্পর্কে আলেমদের দ্বিমত রয়েছে। এই মর্মে যে হাদিসটি আছে সেটা অনুসারে, এটা মোটেও গ্রহণযোগ্য। মানে হাদিস বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা রয়েছে। এই হাদিসটি একেবারেই বাতিল বলেছেন অনেকেই। তাই এটা শবে কদরের রাতে আমলযোগ্য নয়। এটাই স্পষ্ট কথা।