আপনার জিজ্ঞাসা
শবে কদরের সময় ফিতরা দেওয়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৫তম পর্বে একজন জানতে চেয়েছেন, শবে কদরের সময় ফিতরা দেওয়া যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ফিতরা দেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? শবে কদরের সময় ফিতরা দেওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি ফিতরার ব্যাপারে জানতে চেয়েছেন। ফিতরা আদায়ের সবচেয়ে সঠিক সময় হলো, শাওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এই সময় যারা আদায় করবেন তাদেরটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর যদি এই সময়ের পর মানে ঈদের নামাজের পর আদায় করে থাকেন, তাহলে সেটা শুধুই ছদকা হবে। সেটা তখন ছদকাতুল ফিতর হবে না। এটাই স্পষ্ট বক্তব্য। হাদিস অনুসারে, কেউ কেউ যদি ঈদের একদিন বা দুদিন আগেও আদায় করতেন। তাতে বুঝা যায়, এটাও জায়েজ। আপনি চাইলে শবে কদরের সময় দিতে পারেন। তবে, সেটা শুধুই ছদকা হবে। তবে, সবচেয়ে ভালো সময় হচ্ছে ঈদের চাঁদ দেখার পর দেওয়া। এই সময়ের আগে বা পরে যখনই দেন সেটা ছদকা হবে।