আপনার জিজ্ঞাসা
সফরের সময় ফ্লাইটে বসে নামাজ পড়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৩৩৩৭ পর্বে ফ্লাইটে বসে নামাজ পড়া যাবে কি না জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
সফরের সময় ফ্লাইটে বসে নামাজ পড়া যাবে কি না?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। ফ্লাইটে যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারেন তাহলে বসে পড়বেন। কিন্তু আপনার যদি দাঁড়ানোর সুযোগ থাকে তাহলে দাঁড়িয়ে পড়বেন। এটা নির্ভর করছে সুযোগ আছে কি না তার ওপর। যেমন ট্রেনে আপনি চাইলে দাঁড়িয়ে পড়তে পারবেন। এখন আপনি বুঝবেন কোথায় দাঁড়ানো যাবে কোথায় দাঁড়ানো যাবে না।