সাড়ে ৩শ বছরের পুরোনো চর আলাপুর জামে মসজিদ

আলাপুর জামে মসজিদ সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামে অবস্থিত।
১০৮০ বাংলা সনে নির্মিত এই মসজিদটির বয়স এখন ৩৫১ বছর।
জানা যায়, ১০৮০ বাংলা সনে মসজিদটি নির্মাণ করেছিলেন চর আলাপুর গ্রামের খন্দকার মোহাম্মদ ত্বকী নামের এক লোক।
চুনাপাথর দিয়ে তৈরি মসজিদটি এই এলাকায় সবচেয়ে পুরোনো মসজিদ বলে জানা গেছে। স্থানীয়ভাবে জনশ্রুতি আছে, চর আলাপুর জামে মসজিদ "গায়েবী" তৈরি হয়েছে। তাই এ এলাকার লোকজন মসজিদটিকে গায়েবী মসজিদ নামেই চেনেন। তবে, মসজিদটি যে গায়েবী তা মানতে নারাজ চরআলাপুর গ্রামের ৭৮ বছর বয়সী খন্দকার মহিউদ্দিন।
তিনি বলেন, মসজিদটি গায়েবী না। এটি ১০৮০ সনে খন্দকার মোহাম্মদ ত্বকী নির্মাণ করেছিলেন। মসজিদের পাশাপাশি ওই সময় তিনি একটি পুকুরও করেছিলেন। তিনি আরও বলেন, এক সময় আশেপাশের অনেক গ্রামের মুসল্লিরা এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। ঈদের দিন আশেপাশের গ্রাম থেকে যারা নামাজ পড়তে আসতেন তারা আমাদের বাড়িতে নাস্তা করে যেতেন। আগেকার সময়ে মানুষের সংখ্যাও কম ছিল, সে হিসেবে মুসল্লিদের সংখ্যাও কম ছিল।

মসজিদের ভেতরে গিয়ে দেখা যায়, মূল মসজিদটির আকার খুবই ছোট। নির্মাণকালীন সময়ে দুই কাতার মুসল্লি ধারণ ক্ষমতা রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদটি আরও বড় করা হয়েছিল।
স্থানীয় লোকজনসহ বালাগঞ্জের দায়িত্বশীল একাধিক লোকজন জানান, চর আলাপুর জামে মসজিদটিই এই এলাকার সবচেয়ে পুরনো মসজিদ।