রম্য
ট্রাম্পকে দাঁতভাঙা জবাব দেবেন ব্যাটম্যান!

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে নতুনভাবে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। আলোচনা নানা দিক নিয়ে হচ্ছে, আমরা নজর দেব তাঁর অভিষেক ভাষণে। অভিযোগ উঠেছে, ভাষণে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের কথাগুলো চুরি করা। কারণ, ট্রাম্পের ওই অভিষেক ভাষণের সঙ্গে অনেকেই মিল খুঁজে পান ব্যাটম্যান সিরিজের অন্যতম জনপ্রিয় ছবি ‘দ্য ডার্ক নাইট রাইসেস’-এর খলনায়কের সংলাপের সঙ্গে। প্রিয় পাঠক, পুরো ব্যাপারটি তদন্তের স্বার্থে আমরা সরাসরি যোগাযোগ করে ব্যাটম্যানের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি। আসুন, পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন দাদা?
ব্যাটম্যান : রাজনীতিবিদরা কি ভালো থাকতে দিল?
হাস্যরস : কেন, কী হইছে?
ব্যাটম্যান : আর বইলেন না। রাজনীতিবিদরা আগে কারচুপি কিংবা পুকুরচুরি করত। কিন্তু ইদানীং মুভি থেকে সংলাপ চুরি শুরু করে দিয়েছে।
হাস্যরস : কে চুরি করছে?
ব্যাটম্যান : আমার ব্যাটম্যান সিরিজের মুভির ভিলেন বেন ব্ল্যাকগেটের (টম হার্ডি অভিনীত) ‘প্রিজন স্পিচ’-এর বক্তব্য আর ট্রাম্পের ওই বক্তব্য একই। ট্রাম্প মামার একটুও বুক কাঁপল না সংলাপ চুরি করতে?
হাস্যরস : বিষয়টা তো খারাপ না। আমেরিকার প্রেসিডেন্ট আপনার মুভির সংলাপ বলেছে। আপনার তো রাজকপাল!
ব্যাটমান : রাজকপাল মানে? আমার মুভির সংলাপ চুরির দায়ে ট্রাম্পকে আমি দাঁতভাঙা জবাব দেব।
হাস্যরস : উত্তেজিত হইবেন না ভাই। যাই হোক, হাস্যরসে এই প্রথম সাক্ষাৎকার দিলেন, কেমন লাগছে?
ব্যাটম্যান : কাল্পনিক সাক্ষাৎকার নিচ্ছেন, তাও বলছেন কেমন লাগছে?
হাস্যরস : আরে মজা নিলাম।
ব্যাটম্যান : নিতে থাকেন, আমি গোথাম সিটিতে গেলাম, ট্রাম্পের নজর এখন ওই দিকে।