রম্য
বইমেলায় যেভাবে বই বের করবেন

বইমেলা মানেই নতুন নতুন বই। আর সেই নতুন বইয়ের লেখক যদি আপনি হন, তাহলে তো কথাই নেই। কিন্তু প্রকাশিত বইয়ের লেখক হওয়া ছোটখাটো কোনো বিষয় না। কেননা আপনি যদি নতুন লেখক হন, তাহলে প্রকাশককে দিতে হবে প্রচুর টাকা। তবে হাস্যরসের এই লেখকের মতো যদি আপনার কুবুদ্ধি থেকে থাকে, তাহলে প্রকাশককে নয়, প্রকাশকই উল্টো আপনাকে টাকা দেবেন। প্রিয় পাঠক, আসুন বই প্রকাশের কিছু কুবুদ্ধি জেনে নিই।
কোম্পানির প্রচার
যেহেতু বইমেলা প্রায় চলে এসেছে, তাই আপনার বই প্রকাশের টার্গেট হতে হবে ২০১৮ সালের বইমেলা এবং সেই লক্ষ্য সামনে রেখে আপনাকে নিজের প্রচারে মনোযোগী হতে হবে। অর্থাৎ পরিচয় গোপন রেখে আশপাশের বিভিন্ন লাইব্রেরিতে নিজের নামে বই খুঁজতে হবে। যা করলে লাইব্রেরিয়ানরা বিভিন্ন প্রকাশকের কাছে আপনার নামে বই চাইবে। আর এভাবেই আপনার কোম্পানির প্রচার হয়ে যাবে।
নিজের ঢোল নিজেই পেটান
কথায় আছে, আজকাল নিজের ঢোল নিজেই পেটাতে হয়। অন্যকে দিলে ফাটিয়ে ফেলতে পারে। তো সেই কথা মনে রেখে, বিভিন্ন প্রকাশকের কাছে নিজের ঢোল নিজেই পেটাতে হবে। এই যেমন ফেসবুকে আপনার ফ্যান, ফলোয়ার কত ইত্যাদি ইত্যাদি।
ভাড়াটে ভক্ত
বইমেলা উপলক্ষে আপনি কিছু ভাড়াটে ভক্ত রাখতে পারেন। বইমেলায় ঢুকতেই যারা আপনার সঙ্গে ছবি তুলবে এবং অটোগ্রাফ নেবে। এতে খুব সহজে প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আর প্রকাশকের দৃষ্টি কোনো রকম আকর্ষণ করতে পারলেই কেউ আপনার বই প্রকাশ করা ঠেকাতে পারবে না।