বৈশাখী রম্য
এ জেলা কোন জেলা?

বাংলাদেশের জেলার সংখ্যা কয়টি, এ কথা বলতে গেলে হয়তো আপনি চোখ বুজে বলে দেবেন বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪টি। নাহ! আপনি ভুল ভাবছেন না। আপনি ঠিকই আছেন, আমিও ৬৪টিই বলতাম। তাহলে ভুল কোথায়? আপনি বোধহয় একটি জেলার নাম ভুল করে যাচ্ছেন। সে জেলা সম্পর্কিত কয়েকটি তথ্য নিচে দেওয়া হলো।
প্লাস্টিকের তৈরি
সব জেলা হয়তো মাটি, পানি, বাতাস এই সব অবিচ্ছেদ্য উপাদান দিয়েই তৈরি। কিন্তু এই জেলা সম্পূর্ণ অন্যরকম, জেনে অবাক হবেন, এই জেলা মাটি, পানি, বাতাস নয়, বরং প্লাস্টিকের তৈরি।
অনেক হালকা
বাংলাদেশের ৬৪টি জেলার কোনো একটি কি আপনি হাতে নিয়ে ঘুরতে পারবেন? পারবেন না। তবে নতুন যে জেলার কথা বলছি, সেটা হাতে নিয়ে ঘুরতে পারবেন, শুধু তাই নয় এই জেলায় ফুঁ দিলে বাঁশির মতো আওয়াজও হয়!
আফ্রিকা থেকে আমদানীকৃত
আপনি জেনে হয়তো অবাক হবেন, এটি একটি আমদানীকৃত জেলা। আমদানীকৃত জেলা মানে বুঝলেন না? জেলা আবার কী করে আমদানি হয় তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন কিন্তু এই জেলা আসলেই আমদানীকৃত, এ জেলা বাংলাদেশে আমদানি হয় ২০১০ সালের ফুটবল ওয়ার্ল্ডকাপের পর, আফ্রিকা থেকে।
নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনি কোন জেলার কথা ভুল করে গেছেন? হ্যাঁ, ভুভু-জেলা।
কিন্তু বর্তমানে এই জেলা হুমকির সম্মুখীন। যেখানে আগের পহেলা বৈশাখগুলোতে সে বিকট প্যা-পু আওয়াজ করে তার অস্তিত্বের প্রমাণ দিত, সেখানে এবারের পহেলা বৈশাখে সে নিষিদ্ধ হয়েছে। তবে হ্যাঁ ৬৪ জেলার সঙ্গে এই জেলাকে গুলিয়ে ফেলবেন না যেন। এটি স্বতন্ত্র- ভুভুজেলা।