রম্য
এই ঈদে আরো যেসব ছবি মুক্তি পেতে পারত!

প্রতি ঈদের মতো এবারও কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। তবে এবারের ঈদকেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে যেসব ছবি মুক্তি পেতে পারত, সেগুলোর নাম কুবেষণা (গবেষণা নয়!) করে জানানো হচ্ছে নিচে।
# ঈদে আতঙ্ক!
# জঙ্গি জঙ্গি খেলা!
# চাপাতির বিরুদ্ধে যুদ্ধ
# বোমাতঙ্ক
# বউয়ের শপিংয়ে মাথা হ্যাং
# বাড়ি ফেরার যুদ্ধ
# এই ঢাকা, সেই ঢাকা
# ঢাকা ফাঁকা প্রেম বাঁকা!
# যানজটে দেখা সেই ললনা
# টিকেটের লড়াই
# টিকেট চাই, বাড়ি যাব
# শান্ত কেন টিকেট ব্ল্যাকার?
# পাগল হইলাম টিকেটের কারণে
# টিকেটের গরম
# শোলাকিয়ায় ওরা কারা?
# ঈদের ছুটিতে ফেসবুকে প্রেম
# টিকেট ছিনতাই
# ঢাকায় ফেরার বেদনা
# শপিংয়ে দেখা রাজকুমারী ইত্যাদি