রম্য
অলস রঙ্গ

অলস দিবস উপলক্ষে ব্যাপক অলসতার সহিত এই অলস রঙ্গ দেওয়া হলো!
সাংবাদিক : জনাব, আপনি নাকি দেশের সেরা অলস ব্যক্তি?
অলস ব্যক্তি : (অলসতার কারণে জবাবই দিলেন না!)
বাবা : কাল তোর বিয়ে, এবার অলসতা ছেড়ে একটু কাজটাজ কর!
অলস ছেলে : বাবা, আমি বরযাত্রায় না গিয়ে বাড়িতে বসে কবুল বললে হবে না?
জনৈক ব্যক্তি : কী বলেন! অলস ব্যক্তির মধ্যে আবার বিশেষ গুণ আছে?
অলস ব্যক্তি : হুম! অলস ব্যক্তি কখনো ক্লান্ত হয় না, কাজ করলে তো ক্লান্ত হবে!