রম্য
অলিম্পিকে মেডেল পাওয়ার দেশীয় যত সহজ উপায়!

বিশ্ব অলিম্পিকের এবারের আসর জমেছে সুদূর সেই ব্রাজিলের রিও শহরে। আচ্ছা এত দূরে আছি বলে কি অলিম্পিকের জন্য কিছুই করব না? তাই কি হয় নাকি? তার চেয়ে চলুন দেখে আসি মেডেল পাওয়ার দেশীয় কিছু সহজ উপায়।
ইভেন্ট ম্যানেজারকে ঘুষ দেওয়া পদ্ধতি
কোন ইভেন্টের মেডেল আপনি চান? আগে সেই ইভেন্ট নির্বাচন করুন মনে মনে! তারপর সুবিধামতো অবস্থানে গিয়ে খুঁজে বের করুন সেই ইভেন্টের ম্যানেজারকে। তারপরেই খেলবেন আসল খেলা, ম্যানেজারকে আচ্ছামতো তেল দেওয়া করা শেষে তার টেবিলের তলা দিয়ে মোটা-সোটা খাম দিন অথবা টেবিলের ওপর দিয়ে কালো ব্রিফকেসে ভরেও মাল-পানি দিতে পারেন! তাহলেই দেখা যাবে, সুযোগ এবং সময়মতো আপনি ওই ইভেন্টের স্বর্ণপদক পেয়ে গেছেন। ক্যামনে পেলেন, কীভাবে পেলেন? এই সব অবান্তর প্রশ্ন মনের ভুলেও মুখে আনবেন না।
মামু-খালু সূত্র প্রয়োগ করা
আমাদের দেশে চাকরি-বাকরি বা টেন্ডারবাজিতে সুবিধা করতে হলে অবশ্যই যেমন তাকে 'মামু-খালু সূত্র' প্রয়োগ করতে হয়। তেমনিভাবে অলিম্পিকের মেডেল পাওয়ার ক্ষেত্রেও যদি আমরা আমাদের মামু-খালু সূত্রের সঠিকতর প্রয়োগ করাতে পারি, তাহলে তো কেল্লাফতে। সবশেষে দেখা যাবে, মামু-খালু সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরাই সবার চেয়ে বেশি মেডেল অর্জন করে ফেলেছি।
ক্ষমতার দাপট দেখিয়ে মেডেল বাগিয়ে নেওয়া
আমাদের দেশে যেমন সবচেয়ে বেশি দেখা যায়, ক্ষমতার দাপট বা পাওয়ার দেখিয়ে যা ইচ্ছা তাই করার হাজার-কোটি উদাহরণ যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর তাই বলা চলে, অলিম্পিকেও আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহ্যের ব্যবহার করে যে কোনো মেডেলের যতো সংখ্যক খুশি বাগিয়ে নেওয়া তো তবে ওয়ান-টু এর ব্যাপার হবে মাত্র।
অলিম্পিক এনার্জি বিস্কুট খাওয়ানো
অলিম্পিকের আয়োজক দেশের কেউ হয়তো জানেও না যে, আমাদের দেশে ‘অলিম্পিক এনার্জি বিস্কুট’ নামেও একটা বিস্কিট পাওয়া যায়। আর এই বিস্কুট যে কেউ যখন ইচ্ছা এবং যত ইচ্ছা খেতে পারে। আর তাই আমরা যদি ইচ্ছা করি, তাহলে আমরাও অলিম্পিকের যে কোনো মেডেল নিয়ে আসতে পারব! এমন গুজব ছড়িয়ে দিলেই ব্যস, আর কোনো কিছুই লাগবে না।
কবিরাজি যেসব পন্থা অবলম্বন করা যায়
কবিরাজি সব মানুষের ভালো না লাগলেও কিছু কিছু মানুষের এই কবরাজির ক্ষেত্রে পিএইচডি করা আছে। আর তাই চলুন, তাদের অংশ নিয়েই তাদের টাটকা খাত থেকে অন্য নতুন কোনো আইডিয়া বের করা হোক। তারা নাকি কবিরাজি শক্তির বিনিময়ে সব কিছুই অর্জন করার গ্যারান্টিও দিচ্ছেন! তাহলে আর দেরি না করে, কবিরাজি শক্তি প্রয়োগে সব স্বর্ণপদক নিজের করিয়ে নেবেন কবিরাজ মহোদয়।