এ প্লাস না পাওয়া রঙ্গ!

সাংবাদিক : এত এত এ প্লাস! অথচ আপনি এ প্লাস পেলেন না কেন?
এ প্লাস না পাওয়া শিক্ষার্থী : আমি একটু আনকমন! সবাই যা করে, আমি তা করি না! এ জন্য সবাই এ প্লাস পাইলেও আমি পাই নাই!
সাংবাদিক : আপনি এ প্লাস কেন পেলেন না?
শিক্ষার্থী : এ প্লাস পেলে কি আর আপনি আমার সাক্ষাৎকার নিতেন? এ জন্যই পাই নাই!
প্রথম বন্ধু : কিরে, তুই এ প্লাস মিস করলি!
দ্বিতীয় বন্ধু : আর বলিস না! পরীক্ষায় যার খাতা দেখে লিখব বলে ভাবছিলাম, পরীক্ষায় গিয়া দেখি সে আমার খাতা দেখে লিখবে বলে না পড়েই চলে এসেছে!
প্রেমিকা : কি! তুমি এ প্লাস পাও নাই! যাও, তোমার সাথে ব্রেকআপ!
প্রেমিক : গ্রেট! তোমারে চায়নিজ, থাই আর ইন্ডিয়ান খাওয়াইতে খাওয়াইতে আমি ফতুর হয়ে যাচ্ছিলাম!