রম্য
গরুর হাটে সাবধান!

গরু কিনতে যাচ্ছেন? তবে নিচের বিষয়গুলো খেয়াল করে সাবধান হোন!
১. গরুর হাটে বিভিন্ন জাতের পশুর সাথে থাকে মানুষ। আর মানুষের মধ্যে এক বিশেষ প্রজাতি হচ্ছে পকেটমার! গরুর হাটে তারা আপনার পকেটকে টার্গেট করে ধৈর্য সহকারে অপেক্ষা করে! অতএব পকেট সাবধান!
২. গরুর হাটে মানুষের আরেকটি বিশেষ প্রজাতি- দালাল, টাউট, বাটপার এরাও থাকে! এরা আপনাকে মিষ্টি-মধুর কথা বলে, ‘একেবারে পানির দামে গরু কিনে দেব’ এসব কথা বলে তাদের নির্দিষ্ট গরু আপনাকে গছিয়ে দিতে চাইবে! তাদের কথায় সায় দিলেই আপনি ‘বাঁশ খাইছেন’! অতএব, এদের থেকে সাবধান!
৩. গরুর হাটে গরু কিনার সময় গরুকে ভালো করে লক্ষ করবেন। কোনো গরু যদি জিমুতে থাকে, তবে সাবধান! ওই গরুর ধারেকাছেও যাবেন না! কারণ ঝিমুনিওয়ালা গরু মানেই অসুস্থ গরু!
৪. গরুর হাটে যাচ্ছেন? যান। তবে সাবধান! একা একা গরুর হাটে যাওয়ার নাম মুখে আনবেন না! একা গরুর হাটে গেলে ‘গরু কিনে’ বাসায় এসে দেখবেন আপনাকে ‘বড় আকারের একটি ছাগল’ গছিয়ে দেওয়া হয়েছে! নিঃসঙ্গ ক্রেতা পেলে গরুর হাটে ‘বাঁশ’ দেওয়া হয়!
৫. আপনি কি হার্টের রোগী? হার্ট বেশি দুর্বল? তবে সাবধান! গরুর হাটে যাওয়া থেকে বিরত থাকুন। কেননা গরুর হাটে গরু-ছাগলের আকাশছোঁয়া দাম শুনে আপনার হার্ট যখন-তখন ‘ক্রাশড’ হয়ে যেতে পারে!
৬. গরুর হাটে যাওয়ার পর কেউ আপনাকে বলল, ‘ভাই, গরু না ছাগল?’। মাথা ঠান্ডা রাখুন! এমন কথা শুনে হুংকার দিয়ে ওঠবেন না, ‘কি! তোর এত বড় সাহস! তুই আমারে গরু-ছাগল কস!’! জনাব, উনি আপনাকে গরু বা ছাগল কোনোটাই বলেননি! উনি জানতে চাইছেন, আপনি গরু নাকি ছাগল কিনবেন! অতএব, সাবধান!