রম্য
ঈদে স্ত্রীকে খুশি রাখার ৩ পরামর্শ

ঈদের মতো উৎসবগুলোতে স্ত্রীকে খুশি রাখার তিনটি কৌশল বা পরামর্শ দেওয়া হলো নিচে।
১. স্ত্রী খুশি থাকলে আপনিও খুশি থাকবেন। কোনো কারণে আপনার স্ত্রী যদি অখুশি হয়, তবে কিন্তু আপনার জীবন তামাতামা করে দেবে! এ জন্য স্ত্রীকে খুশি রাখতে ঈদে অবশ্যই তাকে এটা-সেটা নানা কিছু কিনে দিন। টাকার মধ্যে যেমন ‘চাহিদামাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখা থাকে, তেমনি ‘স্ত্রীর চাহিদা মাত্র শপিংয়ে নিয়ে যেতে বাধ্য থাকিবে’ বিষয়টা আপনার জন্য প্রযোজ্য!
২. ঈদের দিন আপনার স্ত্রী এটা-সেটা নানা কিছু রান্না করবে। তার ওপর এ ঈদে মাংস থাকায় সে আরো নানা আইটেম বানিয়ে টেস্ট করাবে আপনাকে দিয়ে। জানি, এ কথা মনে হতেই আপনি আঁতকে উঠেছেন! কিন্তু মনে রাখুন, স্ত্রী খুশি মানেই....! অতএব, ঈদের দিন বা তার পরবর্তী কয়েকদিন বউয়ের ‘আইটেম এক্সপেরিমেন্টের গিনিপিগ’ হওয়াটা মেনেই নিন!
৩. ঈদে বউয়ের বাপের বাড়ির চাচাতো ভাইয়ের মামাতো বোনের খালাতো দুলাভাইয়ের তালতো ভাই, বোন বা অন্য কেউ আপনার বাড়িতে বেড়াতে আসবে। সেই বেড়ানো একদিন থেকে কয়েকদিন স্থায়ী হতে পারে! এর মধ্যে আপনার জান বেরিয়ে যাবে! কিন্তু সাবধান! ভুলেও এ বিষয়ে বউকে কিছু বলতে যাবেন না, নইলে...!