রম্য
ভিন্ন রকম ভাবনায় ফাস্টফুড!

ফাস্টফুড আমাদের জীবনে জলদি খাবার হিসেবে পরিচিত। তবে ফাস্টফুডের নামগুলো কিন্তু ভাবনার উদ্রেক করে। সেসব ভাবনারই কিছু নমুনা নিচে দেওয়া হলো!
১. 'হটডগ' মূলত ফাস্টফুডের একটা খাবারের নাম। এটাকে আবার ভুল করে গরম কুকুর ভেবে বসবেন না।
২. 'পিৎজা' ফাস্টফুডের অন্যতম খাবার হলেও এটা কোনো প্রিজমা জাতীয় অ্যাপ নয়।
৩. 'চিকেন গ্রিল'কে অনেকেই প্রথম প্রথম ভেবেছিলেন, এটি লোহার রডের গ্রিল।
৪. 'পিৎজা হাট'-এ পিৎজা ছাড়াও অনেক খাবারের খোঁজ পাবেন। তবে এই হাট গ্রামগঞ্জের কোনো হাটবাজার নয়।
৫. 'ফাস্টফুড অর্থাৎ দ্রুত খাবার'টা খেতে আপনি দ্রুত বা ধীরে ধীরে যেভাবে ইচ্ছা খেতে পারবেন! কেউ বাধা দেবে না!
৬. বর্তমান প্রেমিক-প্রেমিকারা তাঁদের সম্পর্কে অধিকাংশ সময়ে ফাস্টফুড ভক্ষণ করলেও কিছুই করার নেই!
৭. অনেক সময় অনেক ব্যাচেলরকে দিনের লাস্ট খাবারটা হিসেবে ফাস্টফুড গ্রহণ করতে দেখা যায়।