রম্য
ম্যাজিক দিবসে হোক ভোজবাজি

আজ সোমবার ম্যাজিক দিবস। ম্যাজিক মানে জাদু, ভোজবাজি! ম্যাজিক দিবসের প্রাক্কালে এই ভোজবাজিকে যদি দেশের কিছু ক্ষেত্রে প্রয়োগ করা হতো, তবে কেমন হতো?
যানজট
এ এক যন্ত্রণাদায়ক সমস্যা বাংলাদেশে। এ সমস্যা সমাধানে যদি ম্যাজিক কাজে লাগানো হতো! ম্যাজিকের প্রভাবে নিমেষেই যানজট উধাও! শান্তি আর শান্তি!
চাপাবাজি
আমাদের সর্বত্র চাপাবাজ আর চাপাবাজি! জাতীয় থেকে আঞ্চলিক—সর্বত্র চাপাবাজির যন্ত্রণায় সাধারণ মানুষ ঠকছে। ম্যাজিক দিয়ে এসব চাপাবাজ আর চাপাবাজি যদি উধাও করে দেওয়া হতো, তবে প্রশান্তির সুবাতাস বইত!
গোল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল গোলখরায় ভুগছে! গোল করতে না পারায় প্রতিপক্ষের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হচ্ছে! এখানে ম্যাজিক প্রয়োগ করে যদি দেশের ফুটবলারদের দিয়ে গোল করানো যেত! ভাবতেই আনন্দ!
সিরিয়াল
আমাদের ঘরে ঘরে টিভি সিরিয়ালের মহাযন্ত্রণা! সিরিয়াল দেখা নিয়ে কত ঝগড়াঝাঁটি। বিশেষ করে স্বামীদের জন্য এই সিরিয়াল যে কত ভয়ানক, তা স্বামীমাত্রই উপলব্ধি করেন! ম্যাজিকের প্রয়োগে যদি এই সিরিয়াল নামক বিষয়টাকে ভ্যানিশ করে দেওয়া সম্ভব হতো? স্বামীরা নিশ্চয়ই দাঁত কেলিয়ে হাসছেন!
ঘুষ
অফিস-টফিসে ঘুষ ছাড়া নাকি কোনো ফাইল নড়ে না! এতে করে সাধারণ মানুষ চরম বিড়ম্বনা পোহান। ম্যাজিক প্রয়োগ করে দেশ থেকে ‘ঘুষ’ শব্দটাই উধাও করে দিতে পারলে কতই না ‘মচৎকার’ থুক্কু, চমৎকার হতো!
প্রশ্নফাঁস
বিষয়টা এখন মহামারী হয়ে গেছে! এ থেকে পরিত্রাণ পেতে ম্যাজিক প্রয়োগ করে প্রশ্নফাঁসকারীদের মন থেকে ‘প্রশ্নফাঁস’ শব্দটাই আজীবনের জন্য যদি ডিলিট করে দেওয়া যেত! কী দারুণ খুশির খবর হতো এটা!