রম্য
আমেরিকায় নির্বাচন, দেশীয় রঙ্গ!

১.
প্রথম বন্ধু : আজ বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে কি হতো?
দ্বিতীয় বন্ধু : থাম তো! দেশে নির্বাচন হলে এতক্ষণে তুই আর আমি প্রতীক নিয়া ঝগড়া লাগাইয়া দিতাম!
২.
প্রথম বন্ধু : আজ আমেরিকায় নির্বাচন। কে জিতব বলে মনে হয়?
দ্বিতীয় বন্ধু : ফলাফল যাই হোক, জিতব আমিই।
৩.
জনৈক প্রথম ব্যক্তি : আপনি গাধা না হাতি?
জনৈক দ্বিতীয় ব্যক্তি : কী বললেন?
জনৈক প্রথম ব্যক্তি : আরে ভাই রাগ কইরেন না। আমেরিকার নির্বাচনে হিলারির প্রতীক গাধা, আর ট্রাম্পের প্রতীক হাতি। সেটার কথা বলছিলাম।