ফু-ওয়াং সিরামিকের দর বেড়েছে ২৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি ফু-ওয়াং সিরামিকের শেয়ারদর গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) বেড়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশ। এই ধরনের বৃদ্ধিতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৫৮ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ৩১ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফু-ওয়াং সিরামিকের শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ২০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৭ টাকা ৪০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ২৭ দশমিক ৫৮ শতাংশ। এদিকে চলতি মাসে শেয়ারটির দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
তথ্যমতে, সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে (জুলাই-জুন) ফু-ওয়াং সিরামিক বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল ২৩ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরে এনওসিএফপিএস নেগেটিভ ছিল ৩ টাকা ২৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস দাঁড়িয়েছিল ১১ টাকা ৭৮ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ফু-ওয়াং সিরামিক। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৩ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৯৩টি। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ৭১ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ৫ দশমিক ২০ শতাংশ, বিদেশিরা দশমিক ৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার ধারণ করেছে।