চলতি মাসের সেরা লেনদেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় দশমিক ৭৮ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে আজ ৪৯৯ কোটি টাকার ঘরে চলে এসেছে। এটা চলতি মাসের সেরা লেনদেন হিসেবে গণ্য হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা। এদিনে চলতি মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর লেনদেন হয়েছিল ৫১২ কোটি ৪৮ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ৯৫৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ১৫৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ৭৯৫ কোটি ৪২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৫টির ও কমেছে ১৫৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮০টির। আজ ডিএসইএক্স ছয় দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ২০২ দশমিক ৬১ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৫ দশমিক ৮২ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দুই দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৫ দশমিক ২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭২ দশমিক ৭৯ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ১৬ কোটি ৭২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৩ কোটি আট লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের ১২ কোটি ১৯ লাখ টাকা, আফতাব অটোর ১০ কোটি ৭১ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের ১০ কোটি সাত লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ৯ কোটি ৭৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৯ কোটি ১২ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের আট কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এসোসিয়েট অক্সিজেনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।