রবির ২৯তম এজিএম অনুষ্ঠিত

রবি আজিয়াটার (রবি) ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (২১ এপ্রিল) রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানান।
এজিএম সভায় রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই বলেন, “সার্বিক কারণে ২০২৪ সালটি ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে রবি আর্থিক ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছে তাতে আমি আনন্দিত। সময়োপযোগী ব্যয় ব্যবস্থাপনার কল্যাণে আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। বছরজুড়ে নেটওয়ার্কে বিনিয়োগ করেছি আমরা, যা আমাদের প্রতি গ্রাহকের আস্থাকে আরো দৃঢ় করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের বিশ্বমানের ও মানসম্মত প্রযুক্তি সেবা দিতে প্রস্তুত রবি। একটি টেককো হিসেবে রবি বরাবরের মতো গ্রাহক ও সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস। কর্পোরেট সুশাসনের প্রতি আমরা আপসহীন। এই সুশাসনকে পুঁজি করে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে প্রস্তুত রবি।”
উল্লেখ্য ২০২৪ সালে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। এসময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি পরিচালনা পর্ষদের সদস্য বিবেক সুদ, নিক রিজাল কামিল, নাসির উদ্দিন আহমেদ, রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ, কোম্পানি সচিব ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।