জমি বিক্রি করে ঋণ পরিশোধ করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই জমি বিক্রির টাকা দিয়ে সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধ করবে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়।
তথ্য অনুযায়ী, রাজউক পূর্বাঞ্চলের ১০ কাঠা আট ছটাক ৪৬ স্কয়ার ফিটের এই জমি কিনতে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ব্যয় হয়েছিল তিন কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটি এই জমি এখন সাত কোটি টাকার বিক্রি করবে। এতে কোম্পানিটির মুনাফা হবে তিন কোটি ৭১ লাখ টাকা। তবে এখন এই জমি বিক্রির বিষয়ে রাজউক বা ঋণদাতা সাউথইস্ট ব্যাংকের সম্মতি পায়নি কোম্পানিটি। এখন তাদের সম্মতি নিতে চেষ্টা করবে কোম্পানিটি।
জমি বিক্রির প্রসঙ্গে কোম্পানির সচিব মোহাম্মদ মারুফ বিন ওয়ালি বলেন, রাজউক পূর্বাচলের ১০ কাঠা জমি বন্ধকি রেখে শেফার্ড ইন্ডাস্ট্রিজ সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছিল। তাই জমিটি বিক্রির জন্য সাউথইস্ট ব্যাংকের অনুমোদন লাগবে। আবার জমি বিক্রি করতে রাজউকেরও সম্মতি লাগবে। ঋণ প্রসঙ্গে মোহাম্মদ মারুফ বিন ওয়ালি বলেন, সাউথইস্ট ব্যাংকের কতো টাকা ঋণ পরিশোধ হবে, সেটা এখন বলা যাচ্ছে না। জমি বিক্রির পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।