শ্রমিক হত্যা

সাত দিনের রিমান্ডে আবদুস সোবহান গোলাপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাঁকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পোশাকশ্রমিক হত্যায় আ.লীগনেতা গোলাপকে রিমান্ডে নেওয়ার আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

দুই শ্রমিককে পিটিয়ে হত্যা : অন্যতম হোতা আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম হোতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি আটক হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাননি।

এসপি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীর মন্দিরে অগ্নিসংযোগের গুজব ছড়িয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। তাদেরকে উত্তেজিত করে নানাভাবে একত্রিত করা হয়। মন্দিরে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সেটি এখনও পরিষ্কার নয়। তদন্তে তা বেরিয়ে আসবে।’

যাত্রাবাড়ীতে শ্রমিক হত্যা, আট আসামি কারাগারে

যাত্রাবাড়ীতে পরিবহণ শ্রমিক ইমরান হোসেনকে (৩৫) হত্যার দায়ে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আজ বুধবার (২৫ জানুয়ারি) এই আদেশ দেন। এবিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর এই আদেশ দেন। 

Subscribe to RSS - শ্রমিক হত্যা