ইসলাম সাইফুলের ‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ইসলাম সাইফুলের কবিতার বই ‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’।
প্রকাশকের সঙ্গে কথা বলে জানা যায়, এই কবির বই নতুন হলেও অনেক পাঠক আগ্রহ করে বইটি সংগ্রহ করছেন। বিশেষ করে বসন্তের সঙ্গে প্রেমের কবিতা তরুণ-তরুণীদের মাঝে সাড়া জাগিয়েছে।
ইসলাম সাইফুলের লেখালেখির শুরু কলেজ থেকেই। মূলত শখের বসেই কবিতা লিখে চলেছেন নিয়মিত। তাঁর কবিতার মূল উপজীব্য ভালোবাসা। লেখালেখির পাশাপাশি তিনি অভিনয়ও ভালোবাসেন।
কবির মূল নাম মো. সাইফুল ইসলাম। তিনি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) নির্বাহী পরিচালক (অর্থ) এবং সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি ইসলাম সাইফুল নামে লেখালেখি করেন।
সাইফুলের জন্ম কিশোরগঞ্জে। পৈত্রিক নিবাস নরসিংদীর মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক এবং সিভিল সার্ভিস কলেজ থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। কলেজ ছাত্র সংসদের নির্বাচিত বার্ষিকী সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১১তম বিসিএসের মাধ্যমে তিনি সরকারি চাকরি জীবনে প্রবেশ করেন।
‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’ বইটি প্রকাশ করেছে অভিযান প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আমিনুল ইসলাম তুহিন। কবিতার বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলায় হাওলাদার প্রকাশনীর ৫৯৪-৯৫ নম্বর স্টলে। মূল্য ধরা হয়েছে ১২৫ টাকা।