বইমেলায় মানিকের চার বই

এবারের বাংলা একাডেমি গ্রন্থমেলায় লেখক, সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের চারটি বই প্রকাশিত হয়েছে। সৃজনশীল প্রকাশনী কালো থেকে বেরিয়েছে গল্পের বই ‘রহস্যগন্ধী তরুণী’ এবং কবিতার বই ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’। আর সেভেন্টিওয়ান টেলিমিডিয়া প্রকাশ করেছে ভ্রমণগল্প ‘এক ঝোলা গান নিয়ে বিলেতে’। তিনটি বই-ই পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ২১৭ নম্বর স্টলে।
অন্যদিকে, গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত মানিকের জীবনভিত্তিক উপন্যাস ‘বিপ্লবী আনোয়ার ইব্রাহিম’ পাওয়া যাবে ২০১-২০২ নম্বর ভাষাচিত্রের স্টলে।
সাংবাদিকতার পাশাপাশি সংগীত ও সাহিত্যকর্মী হিসেবেও নিজেকে সমান্তরালে প্রতিষ্ঠিত করেছেন মানিক। মানিকের জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামলগাঁও, গোবিন্দপুর, নাংলা কাঠপাড়ায়। তাঁর বাবা মুহাম্মদ জামালউদ্দিন ছিলেন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি নেত্রকোনার সুসং দুর্গাপুরে জামাল বাহিনী গড়ে তুলে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। সরকারি চাকুরে ছিলেন মা রোকেয়া জামাল।
আমিরুল মোমেনীন মানিক মূলত গদ্য লেখক হিসেবে পরিচিত। সমাজের নানা অসঙ্গতি ও বাস্তবতা তিনি তুলে ধরেন সমকালীন ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে।
এ পর্যন্ত আমিরুল মোমেনীন মানিকের আটটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কারও। মানিক বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি—বাচসাস, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ল রিপোর্টার্স ফোরামের স্থায়ী সদস্য।
সংগীতের জন্য আমিরুল মোমেনীন মানিক ভ্রমণ করেছেন ভারত, সৌদিআরব, মালয়েশিয়া ও ইংল্যান্ডে।