বইমেলায় আসছে আসিফ মেহেদীর ‘তরু-নৃ’

আসছে একুশে গ্রন্থমেলায় প্রকাশ হতে যাচ্ছে আসিফ মেহেদীর নতুন বই ‘তরু-নৃ’। বইটির কাহিনী সংক্ষেপ : চিরতারুণ্যের ওষুধ ‘মহাতরল’-এর প্রস্তুতপ্রণালি উদ্ভাবনের পর বৃক্ষবিজ্ঞানী নটরাজ গুম হয়ে যান! ‘মহাতরল’ তৈরি করার জন্য এবং বৃক্ষবিজ্ঞানীর খোঁজে অভিযান শুরু করে এক তরুণ বিজ্ঞানী। ঘটতে থাকে একের পর এক আধিভৌতিক, অকল্পনীয়, অপ্রত্যাশিত ও রোমাঞ্চকর ঘটনা! এসব কাহিনীর ঘটনাস্থল এ দেশেরই একটি দ্বীপ—সন্দ্বীপ!
বইটিতে যেমন আছে রম্য ও রোমান্স, তেমনি আছে ভয়-গুম-খুনসহ ভিন্ন ধাঁচের অ্যাডভেঞ্চার! বর্ণিত হয়েছে নানা ঐতিহাসিক, ভৌগোলিক ও বৈজ্ঞানিক সত্য! এ ছাড়া ‘তরু-নৃ’তে পাঠক পাবেন এই বিস্ময়কর মহাবিশ্ব ও বিচিত্র সৃষ্টিজগৎ নিয়ে নতুনভাবে ভাবনার খোরাক!
একুশে বইমেলা ২০১৭-তে ‘তরু-নৃ’ পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের স্টলে। লেখকের আরো কয়েকটি উল্লেখযোগ্য বই হলো মায়া, অপ্সরা ও হিগস প্রলয়। নতুন বইটির প্রচ্ছদ করেছেন বরেণ্য কার্টুনিস্ট ও স্বনামধন্য রম্যলেখক আহসান হাবীব। বইটির মলাট মূল্য ১৫০ টাকা।